ভুলে পাঠানো মেইল ফিরিয়ে আনার উপায়

টেকনোলজির এই জেনারেশনে দৈনন্দিন জীবনের বিভিন্ন কাজে আমাদের ইমেইল পাঠাতে হয়। তবে কোনো কোনো ক্ষেত্রে এমন হয় যে আমরা ভুলে কোনো ইমেইল করে ফেলি এবং পরবর্তীতে বিভিন্ন সমস্যার সম্মুখীন হই। যদিও ইমেইল পাঠানোর পরে ৫ সেকেন্ডের জন্য “Undo” বাটন পাওয়া যায়, যেটাতে ক্লিক করলে ইমেইলটি ফেরত চলে আসে বা Send হয়ে যায় না। তবে কোনো কোনো ক্ষেত্রে ৫ সেকেন্ড যথেষ্ট নয়। কারণ আপনি যদি কোথাও কোনো গুরুত্বপূর্ণ মেইল করেন এবং সেটার ভেতরে থাকা কোন ভুল আপনার ৫ সেকেন্ড পরে মনে পরে তখনতো মেইলটি ফেরত আনা যাবেনা। তাই আজকের পোস্টে আমি আপনাদের সাথে ভুলে পাঠানো মেইল ফিরিয়ে আনার উপায় শেয়ার করব

ভুলে পাঠানো মেইল ফিরিয়ে আনার উপায়

ভুল করে পাঠানো ইমেইল যেভাবে ফিরিয়ে আনবেন

উপরে আমরা অলরেডি উল্লেখ করেছি যে কোন মেইল পাঠানোর পরে সেটা “Undo” করার জন্য সাধারণত ৫ সেকেন্ড সময় পাওয়া যায়। কিন্তু অনেক ক্ষেত্রে ৫ সেকেন্ডের ভিতরে মেইরে থাকা কোন ভুল মনে পড়ে না, ৫ সেকেন্ডের বেশি সময় পর মনে পড়লে তখন সমস্যা হয়ে যায়।


তাই মেইল সেন্ড করার পরে সেটাকে “Undo” করা বা ফিরিয়ে আনার জন্য আমরা যাতে আরেকটু বেশি সময় পাই সেই ব্যবস্থা করতে হবে।

এজন্য ল্যাপটপ অথবা ডেক্সটপ ব্যবহারকারীরা নিচের Step গুলো ফলো করতে পারেন।

Step 1

প্রথমে আপনি যে ব্রাউজার ব্যবহার করেন গুগল ক্রোম বা ফায়ারফক্স সেটাতে প্রবেশ করে আপনার জিমেইল ইনবক্স এ প্রবেশ করবেন।

ভুলে পাঠানো মেইল ফিরিয়ে আনার উপায়

এরপরে একদম উপরের দিকে ডান পাশে “Settings” আইকন দেখতে পারবেন সেটার উপরে ক্লিক করবেন।

Step 2

ভুলে পাঠানো মেইল ফিরিয়ে আনার উপায়

ক্লিক করার পরে একটি উইন্ডো দেখতে পাবেন সেখান থেকে “See all settings” এ করবেন।

Step 3

ভুলে পাঠানো মেইল ফিরিয়ে আনার উপায়

এরপরে ”General” একটি সিলেক্ট থাকা অবস্থায় এই পেইজের মাঝামাঝি দেখতে পাবেন “Undo Send” নামক একটি অপশন আছে। আপনারা এখানে ডিফল্ট ভাবে “Send cancellation period” ৫ সেকেন্ড দেখতে পাবেন।

ভুলে পাঠানো মেইল ফিরিয়ে আনার উপায়

এটির উপরে ক্লিক করে ৩০ সেকেন্ড সিলেক্ট করে দিবেন। মেইল পাঠানোর পরে সেটাকে “Undo” করা বা ফিরিয়ে আনার জন্য সর্বোচ্চ ৩০ সেকেন্ড সময় পর্যন্ত বাড়ানো যায়।

Step 4

ভুলে পাঠানো মেইল ফিরিয়ে আনার উপায়

এরপরে পেইজ স্ক্রল করে করে একদম নিচে গিয়ে “Save Changes” এ ক্লিক করতে হবে, না হলে “Send cancellation period” থেকে আপনি যে ৩০ সেকেন্ড সিলেট করেছেন সেটি সেইভ হবে না।


এরপর থেকে আপনি যদি কোন মেইল পাঠান সেটা Undo করার জন্য ৩০ সেকেন্ড সময় পাবেন অর্থাৎ ৩০ সেকেন্ডের ভিতর আপনার পাঠানো যেকোনো মেইল ফিরিয়ে আনতে পারবেন

আরো পড়ূনঃ


দুঃখজনক হলেও সত্যি এখন পর্যন্ত মোবাইল এর মেইল অ্যাপস দিয়ে মেইল “Undo” করার জন্য কোন ফিচার নেই। তবে ভবিষ্যতে মোবাইলের মেইল অ্যাপস-এ যদি এই ফিচারটি কখনো আসে তবে আমি আপনাদের জন্য এটা নিয়ে একটি পোস্ট করার চেষ্টা করবো।


এতোটুকুই ছিলো ভুলে পাঠানো মেইল ফিরিয়ে আনার উপায় নিয়ে আমাদের আজকের পোস্ট। কোথাও বুঝতে সমস্যা হলে কমেন্ট করে জানাবেন। এতক্ষণ সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ, নিয়মিত আমাদের ওয়েবসাইট ভিজিট অনুরোধ রইল।