গোপনে কে আপনার ফেসবুক প্রোফাইলে ভিজিট করেছে জেনে নিন|১০০% সুরক্ষিত উপায়

বিশেষ করে আমাদের বাংলাদেশে বিশ্বের অন্যান্য দেশের তুলনায় ফেসবুক সোশ্যাল মিডিয়ায় খুবই জনপ্রিয়। এজন্য আমরা বাংলাদেশীরা কমবেশি প্রায় সকলেই ফেসবুক ব্যবহার করি। আমাদের দেশের বেশিরভাগ মানুষই ফেসবুকে তাদের দৈনন্দিন জীবনের নানা রকম আপডেট শেয়ার করে থাকে।

গোপনে কে আপনার ফেসবুক প্রোফাইলে ভিজিট করেছে জেনে নিন

আর আমরা সোশ্যাল মিডিয়া গুলোতে দিনের বেশিরভাগ সময় ব্যয় করার কারণে যে কেউ আমাদের উপরে সহজেই নজর রাখতে পারে এবং আমাদের ব্যক্তিগত লাইফ সম্পর্কে অনেক বেশি তথ্য সংরক্ষণ করতে পারে। যে কেউ চাইলে আমাদের ফেসবুক প্রোফাইল ভিজিট করেই ব্যক্তিগত অনেক তথ্য সংরক্ষণ করতে পারে।


আপনাদের মধ্যে অনেকে  আবার প্রশ্ন করতে পারেন, যে আমরা আমাদের লাইফের নানারকম ইভেন্ট ফেসবুকে শেয়ার করি এটা তো পাবলিকলি। এগুলো দেখলে কি সমস্যা হতে পারে, আসলে আপনার কোন শুভাকাঙ্ক্ষী দেখলে তেমন কোন সমস্যা নেই। তবে কেউ আপনার তথ্য সংগ্রহ করে সেগুলো এনালাইজ করে তার উদ্দেশ্য হাসিল করতে চাইতে পারে।

এক্ষেত্রে সবাই আপনার শুভাকাঙ্ক্ষী বিষয়টা এমন নয়, একটা মানুষ যত ভালো বা যত খারাপই হোক না কেন তার কিছু শুভাকাঙ্খী এবং কিছু শত্রু থাকাটা অস্বাভাবিক বিষয় নয়। হ্যাকারা আপনার ফেসবুক প্রোফাইল থেকে নানা রকম তথ্য সংগ্রহ করে সেগুলোর সোস্যাল ইন্জিনিয়ারিং এর মাধ্যমে। অর্থাৎ আপনার শেয়ার করা তথ্য দিয়ে আপনার উপরে বিভিন্ন রকমের হ্যাকিং অপারেশন চালাতে পারে।


আপনার প্রোফাইলে থাকার ডেট অফ বার্থ, আপনার শেয়ার করা ফটো, মিডিয়া এবং বিভিন্ন ধরনের স্ট্যাটাস থেকে আপনার সম্পর্কে অনেক তথ্য ধারণা করে নেয়া সম্ভব। এছাড়াও আপনার প্রোফাইলের স্ট্যাটাসের মাধ্যমে আপনার বন্ধু-বান্ধব, ফ্যামিলি, পড়াশোনা, চাকরি, ব্যবসাসহ বিভিন্ন রকমের পার্সোনাল লাইফ সম্পর্কে ধারণা নেয়া যায়। এগুলো সংগ্রহ করে অনেক কিছু করা যায় হয়তো আপনি আমি পারবো না কিন্তু যারা সোস্যাল ইন্জিনিয়ারিং এবং সাইবার সিকিউরিটিতে স্পেশালিস্ট তারা আমাদের এই সামান্য তথ্য দ্বারাই অনেক ভয়ানক কিছু করতে সক্ষম।

তাই আপনার ফেসবুক প্রোফাইল কারা ভিজিট করছে কারা আপনার প্রোফাইলে শেয়ার করা আপনার ব্যক্তিগত লাইফ সম্পর্কে তথ্য সংগ্রহ করছে এগুলো আপনার জানা উচিত। যদি আপনি দেখতে পারেন যে কে কে আপনার ফেসবুক প্রোফাইল ভিজিট করছে তাহলে আপনি অনেক সহজেই ধারণা নিতে পারবেন কে  আপনার শুভাকাঙ্ক্ষী এবং কে  আপনার শত্রু হতে পারে। এরপরে আমি আপনাদের দেখাবো গোপনে কে আপনার ফেসবুক প্রোফাইলে ভিজিট করেছে তা জানার উপায়।

গোপনে কে ফেসবুক প্রোফাইল ভিজিট করেছে তা জানার উপায়

সাধারণত এই কাজটি করার জন্য অনেকেই বিভিন্ন ধরনের থার্ডপার্টি সফটওয়্যার এবং টুলস ব্যবহার করে যেগুলো আসলে নিরাপদ নয়। কারণ ওই অ্যাপস আপনার ফেসবুকের লগইন পাসওয়ার্ড সংগ্রহ করে অ্যাকাউন্ট হ্যাক করতে পারে। এজন্য আজ আমি আপনাদের সহজ এবং সম্পূর্ণ নিরাপদ একটি পদ্ধতি দেখাব। যেটি অবলম্বন করে আপনি দেখে নিতে পারবেন কে কে আপনার ফেসবুক প্রোফাইল ভিজিট করছে। 


ফেসবুক প্রোফাইল কারা ভিজিট করছেন তা দেখায় প্রসেস গুলো নিচে স্টেপ বাই স্টেপ দেখানো হলোঃ

স্টেপ ১

সবচেয়ে ভালো হবে যদি আপনি ডেস্কটপ বা ল্যাপটপে কোন ব্রাউজার ব্যবহার করে আপনার ফেসবুক অ্যাকাউন্ট লগইন করেন তাহলে। আপনাদের পছন্দমত গুগল ক্রোম মজিলা ফায়ারফক্স ব্রাউজার ব্যবহার করে কাজটি সহজেই করতে পারেন।

গোপনে কে আপনার ফেসবুক প্রোফাইলে ভিজিট করেছে জেনে নিন

ফেসবুক একাউন্টে লগইন করার পরে আপনি ফেসবুক পেইজের যেকোনো জায়গায় মাউসের কার্সর রেখে রাইট ক্লিক করবেন। এরপরে একদম নিচের দিকে দেখতে পারবেন ”View Page Source” লেখা একটি অপশন রয়েছেন এটার উপরে ক্লিক করবেন।

স্টেপ ২

ক্লিক করার পরে নতুন ট্যাবে অসংখ্য কোডিং এ ভরপুর একটি পেইজ ওপেন হবে। তবে যারা কোডিং জানেন না তাদের ভয় পাবার কিছু নেই, আপনাকে কোন কোড লিখতে হয় এডিট করতে হবে না।

আপনি এই পেইজে থাকা অবস্থায় Ctrl + F চাপুন, তাহলে দেখবেন উপরে ডান কোনায় সার্চ বার এসেছে। মজিলা ফায়ারফক্স ব্রাউজার হলে এই সার্চ বারটি নিচে আসবে। তো এরপরে আপনি সার্চ বারে BUDDY_ID লিখে সার্চ করবেন।

গোপনে কে আপনার ফেসবুক প্রোফাইলে ভিজিট করেছে জেনে নিন

সার্চ করার পরে দেখতে পাবেন BUDDY_ID কোর্ডের সামনে ১৫ সংখ্যার নাম্বার আছে। এটা একাধিকবার থাকতে পারে আপনি আরো দেখার জন্য ইন্টার বাটনে ক্লিক করতে পারেন। ১৫ সংখ্যার কোড গুলোই হচ্ছে তাদের প্রোফাইল আইডি যারা আপনার ফেসবুক প্রোফাইল ভিজিট করেছে।

স্টেপ ৩

এখন আপনি কোড দেখে তো আর বুঝতে পারবেন না যে এটি কার একাউন্ট এবং কে আপনার ফেসবুক প্রোফাইল ভিজিট করেছে।

গোপনে কে আপনার ফেসবুক প্রোফাইলে ভিজিট করেছে জেনে নিন

এজন্য আপনি এই ১৫ সংখ্যার নাম্বারটি কপি করবেন, এবং আপনার পছন্দমত যেকোন ব্রাউজারে গিয়ে facebook.com এর শেষে একটি (/ )স্ল্যাশ চিহ্ন দিবেন এরপর আপনি যে কোডটি কপি করেছেন সেটি পেস্ট করে ইন্টার বাটনে ক্লিক করবেন।

উদাহরণস্বরূপঃ facebook.com/123456789012345

এভাবে লিখে ব্রাউজারে সার্চ দিলে সোজা ওই প্রোফাইলে চলে যাবে যে প্রোফাইল থেকে আপনার ফেসবুক প্রোফাইল ভিজিট করা হয়েছিল। যে অ্যাকাউন্ট থেকে বেশি পরিমাণে আপনার প্রোফাইল ভিজিট করেছে, সেই একাউন্টের নাম্বার টি উপরে থাকবে এবং পর্যায়ক্রমে আরও যারা যারা আপনার ফেসবুক প্রোফাইল ভিজিট করেছে তাদের আইডি নাম্বার গুলো থাকবে।


কতগুলো অ্যাকাউন্ট থেকে আপনার ফেসবুক প্রোফাইল ভিজিট করা হয়েছে সেটি দেখার জন্য আপনি যে সার্চ বারে কোডটি লিখে সার্চ করেছিলেন সেটির পাশে দেখতে পাবেন আপনি কত নাম্বার আইডির উপরে আছেন এবং কতটি আইডি দিয়ে আপনার প্রোফাইল ভিজিট করা হয়েছে। এন্টার বাটনে ক্লিক করে আপনি নিচে নামতে পারবেন এবং প্রত্যেকটি নাম্বার কপি করে উপরে দেখানো পদ্ধতি অনুসরণ করে চেক করতে পারেন।

আরো পড়ুনঃ


এই কাজটি আপনি মোবাইল থেকেও করতে পারবেন, এজন্য সবচেয়ে ভালো হয় যদি গুগল ক্রোম ব্রাউজার ওপেন করে আপনার ফেসবুক অ্যাকাউন্ট লগইন করবেন। তবে ক্রোম ব্রাউজার দিয়ে করতে সমস্যা হলে আপনারা গুগল প্লে স্টোর থেকে HTML browser বা Code editor যেকোনো ব্রাউজার ইনস্টল করে কাজটি করতে পারেন। যেহেতু ফেসবুক অ্যাকাউন্ট লগইন করতে হচ্ছে, এজন্য অবশ্যই আপনারা সিকিউর সফটওয়্যার ব্যবহার করার চেষ্টা করবেন।


তারপরে উপরে থ্রি ডট মেনু থেকে “Find page” অপশনে ক্লিক করবেন। এরপরে BUDDY_ID লিখে সার্চ করলেই ল্যাপটপের মতই আপনি কোড দেখতে পাবে। এগুলোর মধ্যে আপনার ফেসবুক প্রোফাইল যারা ভিজিট করেছে তাদের আইডি নাম্বার গুলো খুঁজে পাবেন।


এরপরে বাকি স্টেপগুলো Same ডেক্সটপ এর মতই আপনি যদি উপরের লেখাগুলো ভালোভাবে পড়েন তাহলে আশা করি মোবাইল দিয়ে এ কাজগুলো করতে আপনার কোন সমস্যা হবে না।


আজকের এই পোস্টে গোপনে ফেসবুক প্রোফাইল কে ভিজিট করছে সেটা দেখার পদ্ধতি গুলো আপনাদের সামনে বিস্তারিত উল্লেখ করেছি। এরপরেও যদি আপনাদের কারো বুঝতে সমস্যা হয় বা এই কাজটি করতে গিয়ে কোথাও কোন সমস্যা হয় তাহলে আমাকে কমেন্ট করে জানাতে পারেন। এতক্ষণ মনোযোগ সহকারে এই পোস্টটি শেষ পর্যন্ত পড়ার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ এবং আপনার জন্য রইল শুভকামনা আমাদের ওয়েবসাইট নিয়মিত ভিজিট করার অনুরোধ রইলো।