Shareit এর বিকল্প | অ্যাপস ছাড়াই ফাইল ট্রান্সফার
Shareit এর বিকল্প: আমরা সাধারণত এন্ড্রয়েড ব্যবহারকারীরা ফাইল ট্রান্সফারের কথা মাথায় আসলেই শেয়ারইট নিয়ে চিন্তা করি। অ্যান্ড্রয়েড ফোন ব্যবহারের শুরুর দিক থেকেই এই অ্যাপসটি ব্যবহৃত হয়ে আসছিল। তাই Shareit অনেক জনপ্রিয় একটি ফাইল শেয়ারিং সফটওয়্যার।
তবে আসল কথা হচ্ছে এই অ্যাপটিতে অনেক সমস্যা রয়েছে এবং অনেক এডস ও ভিডিও আসে যেগুলো গ্রহণযোগ্য নয়। এগুলো ছাড়াও এই অ্যাপস টি ফোনের ব্যক্তিগত তথ্য চুরি করে বলে অভিযোগ পাওয়া গেছে।
তাই ফাইল শেয়ারিং এর জন্য শেয়ারইট (Shareit) এর বিকল্প কিছু দরকার। আজ আমি আপনাদের সাথে যেকোন ফাইল শেয়ার করার জন্য শেয়ার ইট এর বিকল্প একটি পদ্ধতি শেয়ার করব। এতে আপনারা কোন সফটওয়্যার ব্যবহার করা ছাড়াই যেকোনো ধরনের ফাইল শেয়ার এবং রিসিভ করতে পারবেন। তো চলুন আর সময় নষ্ট না করে আমরা Step By Step দেখি কিভাবে আমরা কোন অ্যাপস ছাড়াই যেকোন ফাইল শেয়ার করতে পারি।
অ্যাপস ছাড়াই ফাইল ট্রান্সফার করার উপায়
অ্যাপস ছাড়া ফাইল ট্রান্সফার করার জন্য প্রথমে আপনার ফোনের সেটিংস অপশনে চলে যাবেন।
Step 1
এরপরে খুঁজে বের করবেন “Nearby Share” অপশনটি খুজে বের করবেন। এজন্য আপনারা Setting>Google>Devices & sharing>Nearby Share এ যাবেন।
Step 2
এরপর আপনার ফাইল শেয়ারিং এর সুবিধার্থে কিছু সেটিংস করে নিতে পারেন। এজন্য আপনি ফোনের স্কিন এর মাঝামাঝি তাকাবেন এবং দেখবেন “Data” নামক একটি অপশন রয়েছে। “Data” এর উপরে ক্লিক করে আপনি একদম নিচের অপশন টি “without internet’ অপশনটি সিলেক্ট করে ”Update” লেখা অপশনে ক্লিক করবেন।
এতে আপনার ফাইল গুলো ট্রান্সফার করতে সহজ হবে, কারণ এটি সেট করলে আপনি অফলাইনেই ফাইল গুলো শেয়ার করতে পারবেন। মাঝখানের অপশনটির মাধ্যমে আপনি ওয়াইফাই ব্যবহার করে ফাইল ট্রানস্ফার করতে পারবেন। আর উপরের অপশন-টি শুধুমাত্র মোবাইল ডাটা এর মাধ্যমে ফাইল টান্সফার করার ক্ষেত্রে ব্যবহার করা হয়।
Step 3
এরপরে আপনি চলে যাবেন আপনার ফোনের গ্যালারীতে অথবা ফাইল ম্যানেজারে অর্থাৎ আপনি যেখানে আপনার কাংখিত ফাইলটি রেখেছেন সেটি সিলেক্ট করার জন্য। আপনার নির্দিষ্ট ফাইল গুলো সিলেক্ট করা হয়ে গেলে, শেয়ার অপশনে ক্লিক করবেন।
Step 4
তারপরে “Nearby Share” অপশনে ক্লিক করবেন, ক্লিক করার পরে Wi-Fi এবং Bluetooth অন করার জন্য Allow চাইলে আপনারা ”Allow” করে দিবেন।
Step 5
তাহলে দেখবেন আপনার ফোন থেকে ডিভাইস সার্চ করা হচ্ছে, যে ফোনটিতে ফাইল রিসিভ করবেন সেটি দিয়ে ”Nearby Share” এ প্রবেশ করে “Device visibility”এতে ক্লিক করে Everyone সিলেক্ট করে দিতে পারেন, তাহলে সহজেই যে ফোন থেকে ফাইল ট্রান্সফার করবেন সেই ফোন থেকে ডিভাইস সার্চ করে পেতে সুবিধা হবে।
Step 6
এরপরে ডিভাইসের নাম পেয়ে গেলে সেটার উপর ক্লিক করবেন এবং যে ফোন থেকে ফাইল রিসিভ করবেন একটা পপা আপ নোটিফিকেশন পাবেন, সেখান থেকে ”Accept” করলেই ফাইল ট্রান্সফার হওয়ার শুরু হবে।
আরো পড়ুন...
- লাই ফাই কি | এবং Li-fi কিভাবে কাজ করে
- কল ফরওয়ার্ড চালু এবং বন্ধ করার নিয়ম
- বিকাশ একাউন্ট খোলার নিয়ম | নতুন পদ্ধতিতে | Bkash Account Open
- বাংলালিংক সিম বন্ধ করার নিয়ম
শেয়ারইট এর বিকল্প এবং কোন প্রকার অ্যাপস ছাড়া ফাইল ট্রান্সফারের প্রসেস ছিল এতোটুকুই। তবে আপনারা যদি শেয়ারইট এর বিকল্প হিসেবে অথবা শেয়ারইট (Shareit) এর চেয়েও ভালো অ্যাপস এর মাধ্যমে আপনাদের ফটো, অডিও, ভিডিও সহ যে কোন ধরনের ফাইল ট্রান্সফার করতে চান তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। আমি আপনাদের জন্য বেস্ট শেয়ারইট এর বিকল্প ৫টি অ্যাপস নিয়ে পোস্ট করব।
কোথাও বুঝতে সমস্যা হলে কমেন্ট করে জানাবেন, আমি চেষ্টা করবো আপনাদের জন্য এই একটি বিষয়ে একটি ভিডিও তৈরি করে এই পোষ্টের নিচে দিয়ে দেওয়ার জন্য। এতক্ষণ ধৈর্য ধারণ করে আমাদের সাথে থাকার জন্য এবং পুরো পোস্টটি পড়ার জন্য অসংখ্য ধন্যবাদ।