গোপনে কেউ কল রেকর্ড করলে কিভাবে তা বুঝবেন
বেশিরভাগ সময়ই গুরুত্বপূর্ণ কোন ব্যক্তির বা সেলিব্রিটি টাইপের কারো ফোন কল রেকর্ড ফাঁস এবং ভাইরাল হওয়ার মতো শোনা যায়। তবে বর্তমানে ফোন কল রেকর্ড ফাঁস হওয়ার এই সমস্যা সাধারণ মানুষের মধ্যেও দেখা যায়। কল রেকর্ড করার মাধ্যমে নির্দিষ্ট কোন ব্যক্তিকে নানারকম হয়ে জানি করা হয়। টেকনোলজির এই দুনিয়ায় এরকম আপনার আমার সাথেও হতে পারে। আজকে আমি আপনাদের কয়েকটি উপায় সম্পর্কে জানাবো যেগুলোর মাধ্যমে আপনি বুঝতে পারবেন, গোপনে কেউ আপনার কথা বা কল রেকর্ড করছে কিনা।
বর্তমানে ফোনে কথা বলার সময় রেকর্ডিং করা বা অটো কল রেকর্ডিং চালু রাখা একটি সাধারন বিষয়ে পরিণত হয়েছে। তবে এই সাধারন বিষয়টি ব্যক্তি এবং পরিস্থিতি অনুযায়ী সমস্যার কারণ হয়ে দাঁড়াতে পারে। কারন কার উদ্দেশ্য কি সেটা তো বলা যায়না, তাই ফোনে কথা বলার আগে অবশ্যই আপনাকে সতর্ক হতে হবে। আর কিছু সংকেত এর মাধ্যমে আপনি নিশ্চিত হতে পারবেন আপনার ফোন কল গোপনে কেউ রেকর্ড করছে কিনা।
আপনি সতর্ক না হলে অথবা আপনার কল রেকর্ড হচ্ছে কিনা সেটা বুঝতে না পারলে আপনি নানা রকম সমস্যার সম্মুখীন হতে পারেন ব্ল্যাকমেল হয়রানিসহ অনেক ধরনের খারাপ পরিস্থিতি আপনার সামনে আসতে পারে।
গোপনে কেউ কল রেকর্ড করলে বোঝার উপায়
সাধারণত কল রেকর্ড ফাঁস হওয়ার সমস্যা শুরু হওয়ার পর থেকে গুগোল অ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেমগুলোতে আপডেট এবং নতুন রিলিজ হওয়া ফোনগুলোতে অটো কল রেকর্ডিং সিস্টেম টি বন্ধ করে দিয়েছে। কিছু কিছু ফোনে রেকর্ড করার অপশন থাকলেও যখন কথা বলে বা কথা বলার সময় রেকর্ডিং চালু করে তখন একটি রোবটিক ভয়েসের মাধ্যমে অপর পাশে থাকা ব্যক্তি শুনতে পায় যে “আপনার কলটি রেকর্ডিং হচ্ছে”।
এতে প্রাইভেসি বজায় থাকে তবে যারা কল রেকর্ডিং করবে তারা তো আর বসে নেই তারাও বিকল্প পদ্ধতি খুঁজতে থাকে। এজন্য তারা কিছু সফটওয়্যার ব্যবহার করে সেগুলোর বেশিরভাগই প্লে স্টোরে পাওয়া যায়। অর্থাৎ third-party অ্যাপস এর মাধ্যমে কল রেকর্ড করা হয়ে থাকে এক্ষেত্রে অপর প্রান্তে থাকা ব্যক্তি ”আপনার কলটি রেকর্ড হচ্ছে” এরকম কোন ভয়েস শুনতে পায়না।
তাই এমন অবস্থায় আপনাকে সচেতন থাকতে হবে যাতে ছোটখাটো কিছু সংকেত এর মাধ্যমে আপনি বুঝতে পারেন যে আপনার কথাগুলো রেকর্ড করা হচ্ছে কিনা। আপনার কথাগুলো রেকর্ড করছে কিনা সেটা বোঝার কয়েকটি উপায় উল্লেখ করা হলোঃ
- কথা বলার সময় আপনি যদি কয়েক সেকেন্ডের জন্য বিপ এর মত আওয়াজ শুনেন।
- আপনি যদি কল রিসিভ করার সময়ে কোন ধরনের বিপ বা অন্য কোনো রকমের রোবটিক শব্দ শুনেন।
- কথা বলার সময় অপর প্রান্তে থাকা ব্যক্তি যদি আপনার ফোনের স্পিকার এ রেখে দেয়। যদি আপনার মনে হয় আপনার সাথে কথা বলার সময় ফোনটা দূরে রেখে কথা বলা হচ্ছে ।
- মাঝে মাঝে আপনি যদি রোবটিক ভয়েস এর মত শুনতে পান।
গোপনে কেউ কল রেকর্ড এ সমস্যা থেকে বাঁচার উপায় এবং করণীয়
সাধারণত ফোনে কথা বলার সময় এ ধরনের কোনো লক্ষণ বলে আপনার সতর্ক হওয়া উচিত এবং বিষয়গুলো কখনোই এড়িয়ে যাওয়া উচিত নয়। এমন অবস্থায় আপনি ফোনটি কেটে দিতে পারেন অথবা যার সাথে কথা বলছেন তাকে কল রেকর্ড করার কারণ জিজ্ঞেস করতে পারেন।
অনলাইনে এমন কিছু অ্যাপস পাওয়া যায় যেগুলো কোন ধরনের বিপ বা রোবটিক আওয়াজ ছাড়াই কল রেকর্ড করতে পারে। বলতে বর্তমানে অনলাইন এবং টেকনোলজি জগতে আপনি কোথাও 100% নিরাপদ নয়। তাই বলে যে আপনি ফোনে কথা বলবেন না বিষয়টি এমন নয়। আপনাকে একটু বেশি পরিমাণে সতর্ক থাকতে হবে।
আরো পড়ুনঃ
- ভোটার আইডি কার্ড সংশোধন|এক পোস্টেই সব সমাধান
- এটিএম বুথে কার্ড আটকে গেলে করণীয়
- কত দিন সিম বন্ধ থাকলে মালিকানা চলে যায়
- কল ফরওয়ার্ড চালু এবং বন্ধ করার নিয়ম
এজন্য যার সাথে কথা বলবেন ওই ব্যক্তি আপনার কাছাকাছি বা নিকটবর্তী দূরত্বে হলে আপনি আপনার গুরুত্বপূর্ণ কথা শোনে না বলে তার সাথে সরাসরি দেখা করে বলতে পারেন। তবে দেখা করে কথা বলার সময় সতর্ক হয়ে নিবেন যাতে ফোনের রেকর্ডিং অন করে পকেটে বা ব্যাগে রেখে না দেয়।
সবচেয়ে বড় বিষয় হচ্ছে আপনি কার সাথে কথা বলছেন এবং কী ধরনের কথা বলছে সেটা লক্ষ্য রাখবেন। কারণ গুরুত্বপূর্ণ বা কোনরকম গোপন কথা যে কারো সাথে বলা যায় না। যদিও কাছে বিশ্বস্ত মানুষ অনেক সময় ধোকা দেয়, এক্ষেত্রে করার কিছু নেই। তাই যে কোনো কথা বলার আগে অবশ্যই সতর্ক থাকবেন কারণ কথা আপনার মুখ থেকে একবার বের করলেই সেটা আর ফিরিয়ে নিতে পারবেন না।
এছাড়াও আরও অ্যাডভান্স কিছু পদ্ধতিতে সেলিব্রিটি এবং উচ্চ পর্যায়ের ব্যক্তিদের ফোন কল রেকর্ডিং ফাঁস এবং ভাইরাল হয়ে থাকে। এগুলো এড়ানো এতটা সহজ না, তবে একেবারে অসম্ভব নয়। এ বিষয়ে আপনারা যদি জানতে চান তাহলে কমেন্ট করে জানাবেন, সেলিব্রিটি এবং উচ্চ পর্যায়ের ব্যক্তিদের ফোন কল রেকর্ডিং কিভাবে ফাঁস হয় এ সংক্রান্ত একটি পোষ্ট করব।
গোপনে কেউ কল রেকর্ড করলে কিভাবে তা বুঝবেন এ নিয়ে আজকের পোষ্ট ছিল এতটুকুই। এবিষয়ে কোনো মতামত বা প্রশ্ন থাকলে কমেন্ট করে জানাবেন, ভালো থাকবেন এতক্ষন সাথে থাকার জন্য ধন্যবাদ।