রবি নাম্বার দেখার কোড | Robi Number Check Code

বাংলাদেশ টেলিকম সেবা প্রতিষ্ঠান মধ্যে রবি অন্যতম, একজন নতুন সিম ব্যবহারকারী হিসেবে রবি নাম্বার দেখার কোড না জানা্টাই স্বাভাবিক। তবে অনেক পুরাতন ব্যবহারকারীরাাও দীর্ঘদিন সিম ব্যবহার না করার কারণেই তার ব্যবহৃত নাম্বারটি আর ভুলে যায়। তারপরে হেল্প এর জন্য বিভিন্ন মানুষের কাছে জিজ্ঞেস করে ’রবি নাম্বার কিভাবে দেখে‘ এভাবে হয়তো অনেকে সমাধান পায় আবার অনেকে পায় না। তাই আজকের পোস্টে আমি আপনাদের সাথে Robi Number Check Code শেয়ার করব যাতে আপনি খুব সহজে আপনার ব্যবহৃত সিমের নাম্বারটি বের করতে পারেন। এছাড়াও আপনাদের সাথে শেয়ার করব রবি কাস্টমার কেয়ার নাম্বার এবং রবি সিমের সকল কোড যেগুলো আপনার জানা প্রয়োজন।

Robi Number Check


রবি নাম্বার দেখার কোড | Robi Number Check

যদি আপনার ব্যবহৃত রবি সিমের নাম্বারটি আপনি ভুলে যান অথবা যেকোনো প্রয়োজনে নাম্বার বের করতে চান। তাহলে ডায়াল অপশন থেকে *140*2*4# ডায়াল করুন। এই কোড টি ডায়াল করার কয়েক সেকেন্ড পরে আপনার ব্যবহৃত রবি সিমের নাম্বার টি দেখতে পাবেন।

যদি কোনো কারণে এই কোডটি কাজ না করে তাহলে আপনি আরো একটি পদ্ধতি অবলম্বন করতে পারেন। এজন্য পুনরায় আপনার ফোনের ডায়াল প্যাড অপশনে যাবেন এবং *2# ডায়াল করবেন। এই কোড টি ডায়াল এর মাধ্যমে আপনার রবি সিমের নাম্বার টি আপনি খুব সহজেই দেখতে পারবেন।

রবি কাস্টমার কেয়ার নাম্বার ২০২২ - Robi Helpline Number

আশা করি এখন থেকে আপনাদের রবি সিমের নাম্বার টি দেখতে পারবেন, তবে Robi Number Check Code জানার পাশাপাশি আপনাদের আরো কিছু কোড জেনে রাখা প্রয়োজন। রবি সিম ব্যবহারকারী হিসেবে এই কোড গুলো আপনাদের প্রয়োজন হবে।

অন্য পোষ্ট:


রবি নাম্বর চেক কোড (robi number check): *140 *2 *4# অথবা *2#

ব্যালেন্স চেক কোড (robi balance check): *222# অথবা *1#

মিনিট চেক কোড (robi minute check): *222 *3#

ইন্টারনেট ব্যালেন্স চেক কোড (robi mb check): *8444 *88# / *222 *81# অথবা *3#

প্যাকেজ চেক কোড: *140 *14#

এসএমএস বোনাস চেক কোড: *222 *11#

এমএমএস ব্যালেন্স চেক কোড (robi sms check code): *222 *13#

মিনিট বান্ডেল কেনার কোড: *0#

ইন্টারনেট প্যাক কেনার কোড (robi internet offer): *4#

জনপ্রিয় ভ্যাস বন্ধ ও চালু করার কোড: *5#


মিস কল অ্যালার্ট সার্ভিস অন (On) করার জন্য : ON লিখে পাঠান 8272 নাম্বরে পাঠাবেন।

মিস কল অ্যালার্ট সার্ভিস অফ (Off) করার জন্য : টাইপ করুন  OFF এবং 8272 এ পাঠাবেন তাহলেই বন্ধ হয়ে যাবে।

রবি কাস্টমার কেয়ার নাম্বার (robi customer care number): 121 (দিনে ২৪ ঘন্টা, সপ্তাহে ৭ দিন এবং সারা বছর খোলা থাকে)

রবি লোকাল হেল্পলাইন নাম্বার - Robi Helpline Number: 01819-400400

অফিশিয়াল ওয়েবসাইট: লিংক

রবি ম্যাসেঞ্জার চ্যাটবট: লিংক

রবির অফিশিয়াল ফেসবুক পেইজ: লিংক

অফিশিয়াল হোয়াটসঅ্যাপ নাম্বার: +8801886664121

অফিশিয়াল ভাইবার: লিংক

অফিশিয়াল ইমেইল এড্রেস: - 123@robi.com.bd

আইভিআর ভিত্তিক সার্ভিস নাম্বার: 158 (চার্জ প্রযোজ্য নয়)।


আশা করি আজকের পোস্টে রবি সিমের নাম্বার দেখার কোড এবং অন্যান্য কোড গুলো যেমন ইন্টারনেট প্যাকেজ, রবি কাস্টমার কেয়ার নাম্বার, মিনিট চেক কোড গুলো রবি গ্রাহক হিসেবে আপনাদের উপকারে আসবে।